আয়কর আপীল দায়ের সংক্রান্ত তথ্য কণিকা
আয়কর আপীল :
উপকর কমিশনার এবং পরিদর্শী যুগ্ম কর কমিশনারের কোন কর নির্ধারণী আদেশে করদাতা সংক্ষুব্ধ হলে তিনি ওই আদেশের বিরুদ্ধে আয়কর আপীল কর্মকর্তার নিকট সুবিচার চেয়ে আপীল দায়ের করতে পারেন।
আপীল দায়েরের আইনগত ভিত্তি :
আয়কর অধ্যাদেশ 1984 এর 153 ধারা অনুসারে আয়কর আপীল দায়ের করা যায়।
কোন করদাতা কোথায় আপীল করবেন :
করদাতা | আপীল কর্তৃপক্ষ |
আয়কর অধ্যাদেশের 10 ও 120 ধারার আদেশে সংক্ষুব্ধ এবং কোম্পানী পর্যায়ের কর অঞ্চল–রাজশাহী, রংপুর ও বগুড়ার সকল করদাতা। কর অঞ্চল–রাজশাহী ও বগুড়ার 10,00,000/- টাকার উর্ধ্বে আয় সম্বলিত করদাতা। | আপীলাত কর কমিশনার |
কর অঞ্চল–রাজশাহীর পরিদর্শী রেঞ্জ-1 ও পরিদর্শী রেঞ্জ-2 এর 10,00,000/-টাকার নিচে আয় সম্বলিত করদাতা। কর অঞ্চল–রাজশাহীর পরিদর্শী রেঞ্জ-1ও পরিদর্শী রেঞ্জ-2 এবং কর অঞ্চল–বগুড়ার পরিদর্শী রেঞ্জ-2 এর কোম্পানীর পরিচালকগণ।(কোম্পানী, 10 ধারা ও 120 ধারার মামলা ব্যতিত)। | আপীলাত অতিরিক্ত কর কমিশনার আপীল রেঞ্জ-1,রাজশাহী। |
কর অঞ্চল–বগুড়ার পরিদর্শী রেঞ্জ-1, পরিদর্শী রেঞ্জ-3, পরিদর্শী রেঞ্জ-4এর (কোম্পানী, 10ধারা, 120ধারার করদাতা ব্যতিত) 10,00,000/- টাকার নিচে আয় সম্বলিত করদাতাগণ। কর অঞ্চল–বগুড়ার কোম্পানীর পরিচালকগণ। | আপীলাত যুগ্ম কর কমিশনার আপীল রেঞ্জ-2,বগুড়া। |
কর অঞ্চল–রংপুরের (কোম্পানী, 10ধারা ও120ধারার মামলা ব্যতিত)কোম্পানীর পরিচালকসহ সকল করদাতা। | আপীলাত যুগ্ম কর কমিশনার আপীল রেঞ্জ-3,রংপুর। |
কর অঞ্চল–রাজশাহীর পরিদর্শী রেঞ্জ-3 ও পরিদর্শী রেঞ্জ-4 এর (কোম্পানী, 10ধারা ও 120ধারার করদাতা ব্যতিত) 10,00,000/- টাকার নিচে আয় সম্বলিত করদাতা। কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল এর জরিপ রেঞ্জ-5রাজশাহীর (কোম্পানী, 10ধারা ও120ধারার করদাতা ব্যতিত) সকল করদাতা। | আপীলাত যুগ্ম কর কমিশনারের কার্যালয় আপীল রেঞ্জ-4,রাজশাহী। |
আপীল দায়ের করার পদ্ধতি :
- নির্দিষ্ট ফরমে আপীল দায়ের করতে হবে।
- আপীল ফি 200/- টাকা পরিশোধ করতে হবে।
- যে আদেশের বিরুদ্ধে আপীল করা হচ্ছে, উহা জারী করার তারিখ অথবা সার্টিফাইড কপি প্রদানের হতে 45 দিনের মধ্যে আপীল দায়ের করতে হবে।
- আয়রক অধ্যাদেশের 74 ধারার অধীনে সম্পাদিত রিটার্ণ অনুসারে কর পরিশোধ করতে হবে।
- যারা রিটার্ণ দাখিল করেননি, তাঁরা উপকর কমিশনার কর্তৃক নির্ধারিত করের উপর করের 10% (দশ শতাংশ) পরিশোধ করতে হবে।
করদাতার দাখিলকৃত আপীল আপত্তির মেধা ও প্রমানাদি অনুসারে আপীল কর্তৃপক্ষ কর নির্ধারণী আদেশে নিরুপিত আয় হ্রাস, বৃদ্ধি, বহাল, বাতিল, সেট–এসাইড করতে পারেন অথবা করদাতার আপীল আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।
আপীল কর্তৃপক্ষ কর্তৃক নিষ্পত্তিকৃত মামলার আপীল আদেশ স্বাক্ষরের 30 (ত্রিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট করদাতা এবং উপকর কমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়।